ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জবিতে ছাত্রলীগের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে ছাত্রলীগের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

জবি প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের উদ্যোগে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

রোববার সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রদর্শনী শুরু হয়। চলবে সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জবি ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল।

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র পলাশী থেকে ধানমন্ডি, মাটির ময়না, হাঙর নদী গ্রেনেড, গেরিলা প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এছাড়া রোববার সন্ধ্যা ৭টা ১ মিনিটে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি রেখেছে সংগঠনটি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৮/আশরাফুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়