ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জবিতে ভর্তি আবেদন শুরু ৮ আগস্ট

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে ভর্তি আবেদন শুরু ৮ আগস্ট

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আগামী ৮ আগস্ট দুপুর ১২টা থেকে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ সেপ্টেম্বর শুক্রবার সি ইউনিটের, ১৬ সেপ্টেম্বর শনিবার ই ইউনিটের, ২২ সেপ্টেম্বর শুক্রবার বি ইউনিটের, ১৩ অক্টোবর শুক্রবার এ ইউনিটের এবং ২০ অক্টোবর শুক্রবার ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৫টি ইউনিটের ২৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন করা যাবে। বিকাশ, শিওরক্যাশ এবং ডাচবাংলা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.jnu.ac.bd  ও  http://admissionjnu.info  এ পাওয়া যাচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৭/আশরাফুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়