ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জবির পরিবহণ পুলে শিক্ষক‌দের জন্য এ‌সি গাড়ি সংযোজন

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবির পরিবহণ পুলে শিক্ষক‌দের জন্য এ‌সি গাড়ি সংযোজন

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) পরিবহন পুলে শিক্ষকদের জন্য এক‌টি নতুন এ‌সি গাড়ি সংযোজন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ২টার দি‌কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান নতুন গাড়ি উদ্বোধন করেন এবং গাড়ির চাবি পরিবহণ প্রশাসক আবদুল্লাহ্-আল্-মাসুদ-এর কা‌ছে হস্তান্তর করেন।

এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান, বাসটির ক্রয় কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকারিয়া মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

টাটা কোম্পানি নির্মিত মার্কোপোলো মডেলের শীততাপ নিয়ন্ত্রিত (এ‌সি) এই গাড়িটি (মিনিবাস) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলাচলের জন্য ব্যবহৃত হবে।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৪ ডি‌সেম্বর ২০১৮/আশরাফুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়