ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

জবির বিভিন্ন সংগঠনের নেতৃত্বে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবির বিভিন্ন সংগঠনের নেতৃত্বে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এতে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। তারা বলছেন, সব বিষয়ে সচেতনভাবে সমানতালে এগিয়ে যাওয়ার ফলে এ অবস্থান তৈরি হয়েছে।

দীর্ঘদিন পর গত ১৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম। গত ১০ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নির্বাচনে সভাপতি নির্বচিত হন বিভাগটির ৮ম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল ইসলাম আকাশ। এছাড়া তিনি ক্যান্টনমেন্ট কলেজ, যশোর এর প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ‌‌‌‌‘ক্যান্টনমেন্ট কলেজ, যশোর-জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাঁধন, জবি ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ৮ম ব্যাচের মিরাজুল ইসলাম। ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ৯ম ব্যাচের সবুজ রায়হান। রোভার স্কাউটের সাধারণ সম্পাদকও এই বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী রিজু আহমেদ।

এদিকে শাখা ছাত্রলীগের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সহ-সভাপতি পদে রয়েছেন ৭ম ব্যাচের মমিনুর রহমান মমিন। ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ৮ম ব্যাচের আব্দুর রহিম কাউসার। ৬ষ্ট ব্যাচের হোসনে মোবারক রিশাদও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ৮ম ব্যাচের আক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং জবিতে মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বাঁধনের সহ-সভাপতি ওয়াকিল আহমেদ, সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি শতাব্দি পাল, সাংস্কৃতিক কেন্দ্রের যুগ্ম সম্পাদক তুহিন দত্ত, সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক কবির হোসাইন, সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, ডিবেটিং সোসাইটির তথ্য ও গবেষণা সম্পাদক আহসান নাবিল এবং রোভার স্কাউটের খাদ্য সম্পাদক হাসান আলী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত জাতীয় নদী অলিম্পিয়াডেও প্রথম স্থান অধিকার করেন বিভাগটির ১০ম ব্যাচের শিক্ষার্থী আরিয়ান ইমন।

বিভাগটির চেয়ারম্যান, সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের পরিচালক ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতি অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নেতৃত্বের যোগ্যতা অবশ্যই প্রশংসনীয়। শিক্ষার্থীদের এমন অর্জনে আমরা আনন্দিত।’ সবার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৭/আশরাফুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়