ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

জমি নিয়ে বিরোধে সংঘর্ষে একজন নিহত

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৬ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জমি নিয়ে বিরোধে সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ফারুক আহমদ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার সীমান্তবর্তী কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামে সংঘর্ষ ঘটে। নিহত ফারুক ওই গ্রামের মৃত আসাদ রাজার ছেলে। তিনি দীর্ঘ দিন লন্ডনে ছিলেন, তিন বছর পূর্বে দেশে ফেরেন।

স্থানীয় সূত্র জানায়, বায়মপুর গ্রামের ফারুক আহমদ ও ইসলাম উদ্দিনের মধ্যে ফসলী জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে একাধিকবার সংঘর্ষে জড়ায় বিবাদমান দুটি পক্ষ। যার কারণে তাদের মধ্যে মামলা চলছে। বৃহস্পতিবার ভোরে ফারুক আহমদের পক্ষের লোকজন ওই জমিতে ধানের চারা রোপণ করতে গেলে ইসলাম উদ্দিনের পক্ষ তাদের বাধা দেয়। এতে তারা সংঘর্ষে জড়ায়।

এ সময় গুরুতর আহত হয় ফারুক আহমদ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত অন্যদের ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছে। তার মরদেহ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।



রাইজিংবিডি/সিলেট/১৬ আগস্ট ২০১৮/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়