ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

জমিদার বাড়িটি এখন ভূমি অফিসের কার্যালয়

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ১০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জমিদার বাড়িটি এখন ভূমি অফিসের কার্যালয়

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের গিরিশ চন্দ্র বিশ্বাস জমিদার বাড়িটি এখন ভূমি অফিসের কার্যালয়।তবে ভবনটির জৌলুস হারিয়ে গেছে। জীর্ণশীর্ণ অবয়বে ভূমি অফিসের কার্যক্রমের মাধ্যমেই টিকে আছে জমিদার বাড়ির স্মৃতিচিহ্ন।

জমিদার বাড়িটির অবস্থান শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম বিরামচর । ১৯৩০ সালের আগেই এ বাড়ির বাসিন্দারা চলে যান কলকাতায়। তারা চলে গেলেও আজও স্মৃতির স্মারক হয়ে আছে সেই জমিদারী আমলে নির্মিত ভবন ও পুকুর।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় দুইশতাধিক বছর পূর্বে জমিদার গিরিশ চন্দ্র বিশ্বাস ও উমেশ চন্দ্র বিশ্বাস দুই ভাই এখানে দাপটের সাথে জমিদারী পরিচালনা করেন। এ তথ্য বিরামচর এলাকার ১১০ বছর বয়সি মোঃ ময়না মিয়ার ।

পৌর কাউন্সিলর মোঃ ছাইদুর রহমান জানান, এ বাড়ির জমিদাররা ছিলেন প্রভাবশালী। তৎকালীন সময়ে এ বাড়ির সামনে দিয়ে পথ চলতে হতো বিশেষ আদব কায়দার মধ্যদিয়ে। অমান্য করা হলে শাস্তির মুখোমুখি হতে হতো।

ভবন ও পুকুরের ঘাটলাটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, ভবনের ভেতরে ও বাইরে ফাটল ধরেছে। পুকুরের ঘাটলা ভেঙ্গে পড়ছে।

ইউনিয়ন ভূমি অফিস সূত্র জানায়, ১৯৫৪ সালের ভূমি জরিপের পর থেকে এখানে ভূমি অফিসের কার্যক্রম চলছে।

এলাকাবাসী জানান, সম্প্রতি জমিদারের বংশধররা এ বাড়িটি দেখতে এসেছিলেন। তবে তারা বাড়ির ছবি তুলে আবার কলকাতায় ফিরে যান।

 

 

 

রাইজিংবিডি/হবিগঞ্জ/১০ সেপ্টেম্বর ২০১৭/মামুন চৌধুরী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়