ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘জাতির পিতার খুনিদের ক্ষমতায় বসিয়ে পুরস্কৃত করা হয়েছিল’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জাতির পিতার খুনিদের ক্ষমতায় বসিয়ে পুরস্কৃত করা হয়েছিল’

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতার খুনিদের ক্ষমতায় বসিয়ে পুরস্কৃত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের যারা পুরস্কৃত করেছিলেন, তাদের প্রতি কেন জাতির ঘৃণা থাকবে না? তারা কেন বাংলাদেশের মূল রাজনীতিতে নেতৃত্ব দেবে? তাদেরকে ক্ষমতার আনার জন্য কেন বারবার ষড়যন্ত্র হবে?’

আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যৌথভাবে সভা পরিচালনা দলের করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সিমিন হোসেন রিমি প্রমুখ বক্তব্য রাখেন।

বিশিষ্ট বুদ্ধিজীবীদের মধ্যে বক্তব্য রাখেন- সৈয়দ আনোয়ার হোসেন, আতাউর রহমান ও আবেদ খান।

শোকাবহ ১৫ আগস্ট নিয়ে কবিতা আবৃত্তি করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।





রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ