ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার সঙ্গে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার সঙ্গে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি এই শ্রদ্ধা জানান।

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানানোর আগে প্রধানমন্ত্রী হিসেবে শহীদদের শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তিনি কিছু সময় নীরবতা পালন করেন।

তিন বাহিনীর প্রধান ও সদস্যরা এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপরই মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আরো এক দফা শহীদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
 


শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে চারবারের প্রধানমন্ত্রী হিসেবে অনুভূতি লিপিবদ্ধ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করেন। তারপর বেলা ১১টা ২০ মিনিটের দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর মন্ত্রিপরিষদ সদস্যরাও একে একে স্মৃতিসৌধ এলাকা ছেড়ে যান।




রাইজিংবিডি/সাভার/৮ জানুয়ারি ২০১৯/সাফিউল ইসলাম সাকিব/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়