ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাপানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবদুল্লাহ আল মামুন, জাপান : বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন জাপানে বসবাসরত ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা।

 

মঙ্গলবার বিকেলে (স্থানীয় সময়) রাজধানী টোকিও শহরের ইকেবুকুরো নামক স্থানে শহীদ মিনারে ফুল দিয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, নন-রেসিডেন্ট বাংলাদেশি ইন জাপান (এনআরবি) প্রেসিডেন্ট মো. শহীদুর রহমান খান (হিরু), বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. শাহরিয়ার মো. সামস (সামি), খোকন কুমার নন্দী, রাসেল মাঝি, সোহেল রানা, আনোয়ার সরকার, জিয়া, বশির প্রমুখ।

 

অনুষ্ঠানে নেতারা জাপানে অবস্থিত অন্যান্য সাবেক ছাত্রলীগ ও বর্তমানে ছাত্রলীগে যারা কাজ করতে ইচ্ছুক, তাদের সব রকম বিতর্কের ঊর্ধ্বে রেখে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

কোনো রকম ব্যক্তি স্বার্থকে প্রশ্রয় না দিয়ে দল ও দেশের জন্য কাজ করারও আহ্বান জানান তারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৭/মামুন/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়