ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাপার প্রেসিডিয়াম সভা ২৫ মার্চ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২০, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপার প্রেসিডিয়াম সভা ২৫ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক : ২৫ মার্চ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সভা ডেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এই প্রেসিডিয়াম সভা। এরশাদের সভাপতিত্বে সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, আগামীকালের সভায় আলোচনায় এরশাদের নতুন জোট গঠনের বিষয়টি প্রাধান্য পাবে। আগামী নির্বাচনকে সামনে রেখে জোট গঠন নিয়ে তৎপরতা শুরু করলেও প্রেসিডিয়াম সদস্যদের মত নেননি এরশাদ। নাম সর্বস্ব দল নিয়ে তিনি জোট করছেন এমন আলোচনা-সমালোচনা রাজনৈতিক মহলে। এ নিয়ে অসন্তুষ্ট দলের জ্যেষ্ঠ নেতারাও। আগামীকালের সভায় বিষয়টি পরিষ্কার করবেন এরশাদ। তিনি সবার মতামত নিয়ে জোটের অনুমোদন করিয়ে নেবেন সভায়।

তবে উপনির্বাচনে এরশাদের দূর্গ বৃহত্তর রংপুরের এই আসনটি পুনরুদ্ধার করতে না পারার বিষয়টি প্রেসিডিয়াম সভায় আলোচনা হতে পারে বলেও নেতারা জানিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/নঈমুদ্দীন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়