ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাবিতে কোটায় ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে কোটায় ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি

জাবি সংবাদদাতা : আগামী ৩১ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে (প্রশাসন ভবনের তৃতীয় তলা) উত্তীর্ণদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সশরীরে উপস্থিত থাকতে হবে।

সাক্ষাৎকারের সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং জেলা প্রশাসন থেকে প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে () ও রেজিস্ট্রার অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে।



রাইজিংবিডি/জাবি/২৩ জানুয়ারি ২০১৮/তহিদুল ইসলাম/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়