ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে রোববার

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে রোববার

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে।

রোববার সকাল ৯ টায় ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। মোট পাঁচটি শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্র ও অপরাধীদের তাৎক্ষণিক শাস্তির আওতায় আনতে কার্যক্রম চালাবে ভ্রাম্যমাণ আদালত।

আগামী ৯ অক্টোবর ‘এ’ ইউনিট ও ‘আই’ ইউনিট, ১০ ও ১১ অক্টোবর ‘ডি’ ইউনিট, ১২ অক্টোবর ‘সি’ ও ‘সি ১’ ইউনিট, ১৫ অক্টোবর ‘বি’ ও ‘জি’ ইউনিট, ১৬ অক্টোবর ‘ই’ ও ‘এইচ’ ইউনিট এবং ১৭ অক্টোবর ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ছয়টি অনুষদ ও তিনটি ইনস্টিটিউটের অধীনে ১৯৮৬ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় দুই লাখ ৯৫ হাজার ৬৩২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।



রাইজিংবিডি/জাবি/৭ অক্টোবর ২০১৭/তহিদুল ইসলাম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়