ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন : মামলা প্রত্যাহারের দাবি

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন : মামলা প্রত্যাহারের দাবি

জাবি সংবাদদাতা : শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান শুভ্র বলেন, ‘প্রশাসনকে অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার না করা হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

একই দাবিতে আগামীকাল সোমবার বেলা ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ থেকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে একটি মৌন মিছিল বের হবে বলেও জানান তিনি।

এদিকে জাবিতে গ্রীষ্মকালীন ও ঈদ উপলক্ষে দীর্ঘ ৪৪ দিনের ছুটি শেষে আজ রোববার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর প্রথম দিনেই মানববন্ধনটি অনুষ্ঠিত হল।



রাইজিংবিডি/জাবি/৯ জুলাই ২০১৭/তহিদুল ইসলাম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়