ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাবির শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ৮ দফা দাবি

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবির শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ৮ দফা দাবি

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার, অপরাধী চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনাসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবিগুলো জানান তারা।

অন্যান্য দাবিগুলো হলো- তদন্ত কমিটি পুনর্গঠন, আবাসিক হলগুলো দ্রুত খুলে দেওয়া, আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের বিচার, প্রক্টরকে জবাবদিহিতার আওতায় আনা, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক শামছুল আলম, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলি প্রমুখ।



রাইজিংবিডি/জাবি/৩ জুন ২০১৭/তহিদুল ইসলাম/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়