ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাবির হল বন্ধ, শ্রমজীবী মানুষের কাজ নেই

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ৩১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবির হল বন্ধ, শ্রমজীবী মানুষের কাজ নেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসিক হল বন্ধের সিদ্ধান্তে ক্যাম্পাসের রিকশাওয়ালা, দোকানদার, দোকানের কর্মচারিদের হাতে কাজ নেই। এদের উপার্জন ক্যাম্পাস ঘিরে।

হল বন্ধ হওয়ায় ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের জনপ্রিয় খাবার জায়গা বটতলাসহ প্রায় সব দোকান এখন বন্ধ। ক্যাম্পাসে রিকশা চলাচল নেই।

ক্যাম্পাসের এক দোকানি বলেন, ‘লোকজন তো নাই। সবাই বাড়ি চলে গেছে। ঈদটা এবার খুব কষ্টে কাটবে আমাদের।’ 

হল বন্ধ থাকায় যাত্রী না-পাওয়ায় অনেক রিকশাওয়ালা বাড়ি চলে গেছেন। কেউ বা অন্য কোথাও গিয়ে রিকশা চালাচ্ছেন। রিকশাওয়ালা আবদুল হামিদ বলেন, ‘আমাদের ইনকাম ক্যাম্পাসে পোলাপান থাকলে। এখন পোলাপান নাই, ইনকামও নাই। ভাবছিলাম এবার ঈদে জামাইরে কেনাকাটার জন্য কিছু টাকা দিব। এখন অন্য জায়গা থেকে দিতে হবে।’

আরেক রিকশাওয়ালা বলেন, ‘রোজার মাসটা অনেক কষ্টে কাটবে।’ উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বলেছেন, ‘হল খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’

গত শুক্রবার ভোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হন। এই ঘটনার জেরে ও বিভিন্ন দাবিতে শনিবার দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে ভাঙচুর করেন। এই পরিপ্রেক্ষিতে রাতে সিন্ডিকেটের জরুরি মিটিংয়ে পরের দিন সকাল ১০টার মধ্যে আবাসিক হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

 

 

রাইজিংবিডি/সাভার/৩১ মে ২০১৭/তহিদুল ইসলাম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়