ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘জামাতে নাশকতার বিষয়টি উড়িয়ে দেয়া যায় না’

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জামাতে নাশকতার বিষয়টি উড়িয়ে দেয়া যায় না’

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মহাসড়কগুলো যানজট মুক্ত। যা ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থা।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন,      ‘এবার ঈদের জামাতে নাশকতার বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যায় না।’

রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনা টোলা প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশ কমান্ড ও মনিটরিং নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মৃত্যুর কবল থেকে মানুষের ভালবাসায় ফিরে এসেছি। যাত্রীদের নিরাপত্তার জন্য মহাসড়কের বিভিন্ন জায়গায় পুলিশ কমান্ড ক্যাম্প নির্মাণ করা হবে।’

তিনি বলেন, ‘সৎভাবে কাজ করলে মানুষ স্বীকৃতি দেয়, আমি তা পেয়েছি।’

‘সরকার মেগা দুর্নীতিবাজ’ - বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী  বলেন, ‘ভূতের মুখে রামনাম মানায় না। তারাই প্রমাণিত দুর্নীতিবাজ ছিলো। তারা তিন বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে অভিন্ন নদী সমস্যার সমাধান হবে।’

এসময় মন্ত্রীর সঙ্গে মহাসড়ক পুলিশের ডিআইজি আতিকুর রহমান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২ জুন ২০১৯/হাসান উল রাকিব/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়