ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জামালপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

সেলিম আব্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ২০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামালপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়িতে লোহাভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

শুক্রবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে সরিষাবাড়িগামী লোহাভর্তি একটি ট্রাক উপজেলার তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের স্থল নামক স্থানে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতর হলেন- সরিষাবাড়ির পুটিয়ারপাড়া গ্রামের ফয়েজ শেখের ছেলে নাজির হোসেন (৫০), সাইঞ্চারপাড় গ্রামের উমর সর্দারের ছেলে রিয়াজ উদ্দিন নিমাই ও আব্দুল গফুরের ছেলে আব্দুর বারিক (৪৯)। তারা সবাই শ্রমিক। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় আহত হজরত আলী, ওয়েজ উদ্দিন ও শহীদ মিয়াকে পুলিশ উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান জানান, রাজধানীর কেরানীগঞ্জ থেকে পাটশিল্পের যন্ত্রাংশ ও মালামাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্টো ট ১২-৪৫৪৯) সরিষাবাড়ীতে যাচ্ছিল। ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। দুর্ঘটনার শিকার ট্রাকটি জব্দ করা হলেও চালক আনিসুর রহমান পলাতক রয়েছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/জামালপুর/২০ জুলাই ২০১৮/সেলিম আব্বাস/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ