ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জামায়াতের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামায়াতের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : নীলফামারী থেকে মাইক্রোবাসে রংপুর চিড়িয়াখানায় এসে বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে রংপুর ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই তাদের নিয়ে অভিযানে নামে পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম জানায়নি।

রংপুর ডিবি পুলিশের ওসি (উত্তর) শরিফুল ইসলাম জানান, নীলফামারী থেকে একটি মাইক্রোবাসে জামায়াতে ইসলামীর ৮-১০ জন নেতা-কর্মী রংপুর চিড়িয়াখানায় আসে। তারা চিড়িয়াখানার এক কোণে বৈঠকে বসে। খবর পেয়ে ডিবি ও কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালায়। তারা বৈঠক থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছে। সেই সব তথ্য যাচাই-বাছাই করা এবং তাদের নিয়ে অভিযান অব্যাহত রয়েছে।

কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় এখন দেওয়া সম্ভব নয়।



রাইজিংবিডি/রংপুর/৫ মার্চ ২০১৮/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়