ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাল দলিল : ৮ জনকে কারাদণ্ড

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাল দলিল : ৮ জনকে কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় জাল দলিল করার অপরাধে মো. গিয়াসউদ্দিন নামের একজনকে যাবজ্জীবন, সাব রেজিস্ট্রি অফিসের পিয়ন আবু বক্করকে ১৭ বছর এবং অফিসের নকল নবিশ আরো ছয়জনকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন জেলার বিশেষ আদালত।

মঙ্গলবার দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মতিউর রহমান এ রায় দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, নগরকান্দা থানার শ্রীরামদিয়া গ্রামের মো. মোতালেব ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি নগরকান্দা সাব-রেজিস্ট্রি অসিফ থেকে মোট ৩৯ শতাংশ জমি দলিল করেন।

কিন্তু একই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াসউদ্দিন অফিসের কতিপয় অসাধু কর্মচারীর সহায়তায় নিজ নামে ভুয়া দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করেন।

এ ঘটনায় জমির প্রকৃত মালিক মো. মোতালেব আটজনের নামে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- ইসমত আরা, সুজিত কুমার সাহা, দেলোয়ার হোসেন, উষা বিশ্বাস, আঞ্জু আক্তার ও মো. আলী।

রায় ঘোষণাকালে এদিন ছয়জন আদালতে হাজির ছিলেন। গিয়াসউদ্দিন ও আবু বক্কর পলাতক রয়েছেন।



রাইজিংবিডি/ফরিদপুর/২৯ জানুয়ারি ২০১৯/মো. মনিরুল ইসলাম টিটো/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়