ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০২, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান

জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ম্যাচের দৃশ্য (ফাইল ফটো)

ক্রীড়া ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে জিম্বাবুয়ে সফর করবে আফগানিস্তান দল। ১৬ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

ঘরের মাঠে গেল নভেম্বরে সবশেষ সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। তখন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে এবং একটি ম্যাচ টাই করে তারা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছিল। ফাইনালে অবশ্য শ্রীলঙ্কার কাছে হেরেছিল।

অন্যদিকে আফগানিস্তান সদ্য সমাপ্ত ডেজার্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের শিরিপা জিতেছে। ফাইনালে আয়ারল্যান্ডকে দশ উইকেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ফল সব সময়ই ভালো। আফ্রিকান দেশটির বিপক্ষে ১৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৮টিতেই জয় পেয়েছে তারা। আর ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে আফগানিস্তান।

জিম্বাবুয়ে সফরের পর জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের সম্ভাবনা রয়েছে আফগানিস্তানের। এরপর ভারতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে।

জিম্বাবুয়ে-আফগানিস্তান ওয়ানডে সিরিজ :

তারিখ                      ম্যাচ
১৬ ফেব্রুয়ারি        প্রথম ওয়ানডে
১৯ ফেব্রুয়ারি        দ্বিতীয় ওয়ানডে
২১ ফেব্রুয়ারি        তৃতীয় ওয়ানডে
২৪ ফেব্রুয়ারি        চতুর্থ ওয়ানডে
২৬ ফেব্রুয়ারি        পঞ্চম ওয়ানডে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/আমিনুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়