ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জিসিসি নির্বাচনে থাকছে ৬০০ জন র‌্যাব সদস্য

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিসিসি নির্বাচনে থাকছে ৬০০ জন র‌্যাব সদস্য

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোট ৫৭টি ওয়ার্ডে ৫৭টি টহল দল মোতায়েন করা হয়েছে।

রোববার রাতে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, আগামী ২৬ জুন র‌্যাব-১ ব্যাটালিয়নের আওতাধীন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব-১ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী কাজে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। মোট অনুমান ৬০০ জন র‌্যাব সদস্য ওই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। মোট ৫৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ১টি করে মোট ৫৭টি টহল মোতায়েন করা হয়েছে। প্রতি টহলে ৮জন করে জনবল থাকবে। প্রতি ৪ ওয়ার্ডে ১জন করে মোট ১৪জন অফিসার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। সার্বক্ষণিক তদারকি কাজে নিয়োজিত থাকবেন র‌্যাব-১, উত্তরার অধিনায়ক মো. সারওয়ার-বিন-কাশেম।



রাইজিংবিডি/গাজীপুর/২৪ জুন ২০১৮/হাসমত আলী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়