ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জিসিসি নির্বাচনের ভোটগ্রহণ উপকরণ বিতরণ শুরু

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ২৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিসিসি নির্বাচনের ভোটগ্রহণ উপকরণ বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ভোটগ্রহণের উপকরণ সোমবার দুপুর থেকে বিতরণ শুরু হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, সিটি করপোরেশন নির্বাচনের মালামাল সিটির পাঁচটি ভেন্যু থেকে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও পুলিশ ফোর্স কেন্দ্রভিত্তিক মালামাল নিয়ে আজকে পৌঁছবে। ভেন্যুগুলো হলো- সিটি করপোরেশন এলাকার বঙ্গতাজ অডিটোরিয়াম, ডুয়েট, কোনাবাড়ি ডিগ্রি কলেজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও টঙ্গী সরকারি কলেজ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সার্বিক প্রস্তুতি অত্যন্ত ভালো। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১২/১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন আছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে ৫৭ ওয়ার্ডে ৫৭ জন নিজস্ব আবজারভার (পর্যবেক্ষক) দিয়েছে। আমি মনে করি, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে আমরা বলেছি, তারা নিরাপদে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট কাস্ট শেষে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে।’




রাইজিংবিডি/গাজীপুর/২৫ জুন ২০১৮/হাসমত আলী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়