ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জেএমবি সদস্যের যাবজ্জীবন

হোসাইন আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেএমবি সদস্যের যাবজ্জীবন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম অস্ত্র ও বিস্ফোরক মামলায় লুৎফুর রহমান হারুন নামের জেএমবির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ আদালতের ২নম্বর বিশেষ ট্রাইব্যুনাল এই রায় দেয়। সাজাপ্রাপ্ত জঙ্গি লুৎফুর রহমান হারুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকার মো.  আজির উদ্দিনের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।



রাইজিংবিডি/মৌলভীবাজার/০৯ জুলাই ২০১৭/হোসাইন আহমদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়