ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জেলা পরিষদের ১৬ সদস্যের শপথ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেলা পরিষদের ১৬ সদস্যের শপথ

সচিবালয় প্রতিবেদক : শপথ নিয়েছেন নয় জেলা পরিষদের ১৬ জন নবনির্বাচিত সদস্য।

বুধবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

মানিকগঞ্জ জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. আব্দুল খালেক মিয়া, নোয়াখালী জেলা পরিষদের ৬ নম্বর  ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মোশারেফ হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল উদ্দিন, যশোর জেলা পরিষদের ৯ নম্বর  ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পায়েল হোসেন মৃধা, সিলেট জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহানুর, ৩ নম্বর  ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সহল আল রাজী চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইমাম উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, খুলনা জেলা পরিষদের ৫ নম্বর সংরক্ষিত আসনের সদস্য বেগম জেসমিন পারভীন জলি, ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আবু জাফর, কুড়িগ্রাম জেলা পরিষদের ২ নম্বর সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. লাভলী বেগম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আহাম্মদ আলী পোদ্দার, ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাইদুল ইসলাম মিনু ও চট্টগ্রাম জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আখতার উদ্দীন মাহমুদ শপথ গ্রহণ করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দেশের ৮টি বিভাগের ৬১টি জেলা পরিষদের নবনির্বাচিত ১ হাজার ১৬৯ জন সদস্যের শপথ হয়েছিল।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়