ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

জেলের জালে ৪২ কেজির বাঘাআইড়

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেলের জালে ৪২ কেজির বাঘাআইড়

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমর নদে জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাআইড় মাছ ধরা পড়েছে।

রোববার ভোরে নদের সোনাহাট ব্রিজের কাছে রফিকুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে। সেটি ওজন ৪১ কেজি ৭০০ গ্রাম।

মাছটি জালে আটকে যাওয়ার পর তীরে তুলতে না পারায় জেলেরা স্থানীয় লোকজনের সহায়তায় উপরে তোলে। পরে স্থানীয় লোকজনের কাছে মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। বড় মাছ ধরা পড়ায় রফিকুল ইসলাম ভীষণ খুশি। তিনি জানান, এর আগে কখনো তার জালে এত বড় মাছ ধরা পড়েনি।

উপজেলা মৎস্য অফিসার ফারাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বিশাল আকৃতির বাঘাআইড় মাছ ধরা পড়ার খবর জানার পরও চলমান এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনের কারণে দেখতে যেতে পারেননি।



রাইজিংবিডি/কুড়িগ্রাম/৭ এপ্রিল ২০১৯/বাদশাহ সৈকত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়