ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জোড়া লাগা জমজ শিশু মারা গেছে

আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ৬ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জোড়া লাগা জমজ শিশু মারা গেছে

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইলে পেট ও বুক জোড়া লাগানো জমজ শিশু মারা গেছে।

 

আজ মঙ্গলবার সকালে জমজ শিশুর জন্ম হয়।

 

শিশু দুটির মধ্যে একটি জন্মের পরপর এবং অপরটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায়।  

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জোনাইল শাফি জেনারেল হাসপাতালের পাশের চামটা গ্রামের মোজাম্মেল হক ইত্তুর স্ত্রী অজুফা খাতুনের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম হয়। শিশু দুটির পেট থেকে গলা পর্যন্ত ও বাম হাত দুটি জোড়া লাগানো ছিল। শিশু দুটির পা ছিল এক জোড়া। শিশু দুটির লিঙ্গ চিহ্ন স্পষ্ট না হওয়ায় ছেলে না মেয়ে বোঝা যাচ্ছিল না।

 

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. ডলি রাণী জানান, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু বাচ্চা দুটিকে বাঁচাতে পারিনি। কিছুক্ষণ আগে জোড়ালাগা শিশু দুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/নাটোর/৬ সেপ্টেম্বর ২০১৬/আরিফুল ইসলাম/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়