ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জ্যেষ্ঠ সচিব হলেন শহীদুল হক

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ১৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জ্যেষ্ঠ সচিব হলেন শহীদুল হক

সচিবালয় প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হককে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগও পেয়েছেন তিনি।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে। চুক্তিতে মেয়াদ বৃদ্ধির আদেশ ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

সরকারে এখন জ্যেষ্ঠ সচিবের সংখ্যা হলো ৬। জ্যেষ্ঠ সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।

২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো জ্যেষ্ঠ সচিব পদ চালু করে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়