ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঝালকাঠিতে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝালকাঠিতে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ধর্ষণ ও হত্যা মামলায় জাহাঙ্গীর হাওলাদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ফজলুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার চরইন্দ্রপাশা গ্রামের প্রয়াত মনসুর হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাকত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২০ অক্টোবর রাতে রাজাপুর উপজেলার বদরপুর গ্রামের আঁখি বেগম নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে পরদিন থানায় মামলা করেন।

পুলিশ ওই মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়। হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

 

রাইজিংবিডি/ঝালকাঠি/২৭ জুলাই ২০১৭/অলোক সাহা/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়