ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝালকাঠিতে শিশু নির্যাতনের ঘটনায় মামলা

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝালকাঠিতে শিশু নির্যাতনের ঘটনায় মামলা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে আরুয়া সোনারগাঁও গ্রামে টাকা চুরির অভিযোগ এনে চতুর্থ শ্রেণির ছাত্র মো. রাজু হাওলাদারকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

রাজুর বাবা মোতালেব হাওলাদার সোমবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, তিনি ছুটি শেষে সোমবার সন্ধ্যায় থানায় এসে ওই শিশুর খোজখবর নেন এবং মামলা রেকর্ড করা হয়। যত দ্রুত সম্ভব আসামিদের গ্রেপ্তার করা হবে।

শিশু নির্যাতনের মূল হোতা সজিবসহ ৩ জন গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

উল্লেখ্য, আরুয়া গ্রামের জাকির হাওলাদারের ৮ হাজার টাকা চুরির অভিযোগ এনে ১ জুন বিকেলে রাজু হাওলাদারকে (১১) পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে চোখ বেঁধে এবং রশি দিয়ে হাত-পা বেঁধে আড়ার সঙ্গে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। রাজু আরুয়া সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।



রাইজিংবিডি/ঢাকা/৪ জুলাই ২০১৭/অলোক সাহা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ