ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঝিনাইগাতীতে বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

মো. শরিফুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝিনাইগাতীতে বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

শেরপুর সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়েছে।

শুক্রবার ও শনিবার দুই দিনের অবিরাম বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী ও সোমেশ্বরী নদীর পানির স্রোতে দুই কূল উপচে পাহাড়ি ঢলে উপজেলার ঝিনাইগাতী সদর, ধানশাইল, কাংশা, নলকুড়া, গৌরীপুরসহ অন্যান্য ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকাগুলো ঢলের পানিতে প্লাবিত হয়েছে। এতে বহু লোক পানিবন্দি হয়ে পড়েছে।

অবিরাম বর্ষণ ও ভারতের মেঘালয় প্রদেশ থেকে নেমে আসা নদী দিয়ে খরস্রোতের পানির তোড়ে এলাকার বহু রাস্তাঘাট, ছোট ছোট পুল কালভার্ট, কাঁচা-পাকা বাড়িঘরসহ বোরো ধানের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

এ ছাড়াও উপজেলার মহারশী নদীর পূর্বের ভাঙা বাঁধ দিয়ে সাবরেজিস্ট্রি অফিসের সামনে দিয়ে উপজেলা পরিষদে বন্যার পানি ঢুকে পড়ে। এতে করে যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও পোস্ট অফিসের সামনে হাঁটু পানি জমে রয়েছে।

বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এ জেড এম শরীফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।



রাইজিংবিডি/শেরপুর/২২ এপ্রিল ২০১৭/মো. শরিফুর রহমান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়