ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝিনাইদহে আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে আলটিমেটাম

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝিনাইদহে আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সঙ্গে বৈঠককালে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক সূত্র রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমদু স্বপন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, উপ-কমিটির প্রাক্তন সহ-সম্পাদক টি এম আজিবর রহমান মোহন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি সফিকুল ইসলাম অপু, আজিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুজ জুম্মা, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের ব্যাপারে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু রাইজিংবিডিকে বলেন, আজকের বৈঠকে আগামী নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে সংগঠনের মধ্যে ঐক্য আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলার সার্বিক সাংগঠনিক অবস্থার ভিত্তিতে আগামী দিনে কী কী বিষয়কে ভিত্তি করে সংগঠনকে গতিশীল করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সবার সাথে সমন্বয় করে উপজেলার বিভিন্ন কমিটি পূর্ণাঙ্গ করতে সংশ্লিষ্ট ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ওবায়দুল কাদের বৈঠকের শুরুতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দিকনির্দেশনা দেন। এরপর সংশ্লিষ্ট জেলা নেতাদের উদ্দেশে বলেন, সামনে জাতীয় নির্বাচন। দলের স্বার্থে ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে নৌকার স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া যেসব উপজেলা/থানা/ পৌরসভার কমিটি গঠন হয়নি সেগুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন। পাশাপাশি উপজেলা কমিটিগুলো সবার সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ করতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন। অন্যথায় বর্তমানে যেসব উপজেলায় সভাপতি-সাধারণ সম্পাদকের কমিটি বহাল আছে সেগুলো বিলুপ্ত করে দেওয়ার হুমকি দেন।

দলীয় সূত্রে জানায়, হরিণাকুন্ড উপজেলায় প্রায় ২০ বছর ধরে আহ্বায়ক কমিটি বহাল আছে। তাই ওবায়দুল কাদের আজ বলেন, কোথাও কোনো আহ্বায়ক কমিটি করার দরকার নাই। এখন সম্মেলন করারও কোনো সুযোগ নাই। তাই সবার সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি করে দিতে হবে।

২০০৪ সালে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। কিন্তু দ্বিতীয় অধিবেশনে গণ্ডগোল হলে কমিটি গঠন করা হয়নি। বৈঠকে ওবায়দুল কাদের বলেন, যেসকল উপজেলায় সভাপতি-সাধারণ সম্পাদক আছে (মহেশপুর, কালিগঞ্জ প্রভৃতি) এগুলো ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি উপস্থাপন করতে হবে। তা না হলে সভাপতি-সাধারণ সম্পাদকের কমিটি বাতিল হয়ে যাবে। তারা যদি দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে আলাদা কমিটি উপস্থাপন করতে পারে তাহলে সমন্বয় করে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা নিয়ে এসব কমিটি অনুমোদনের সম্মতি দেওয়া হবে। এছাড়া বৈঠকে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলন আগামী ১ মার্চ করার সিদ্ধান্ত হয়। উক্ত সম্মেলনে খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত থাকবেন।

গত ২০১৫ সালের ২৫ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আব্দুল হাই সভাপতি ও সাইদুল করিম মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

প্রাক্তন ছাত্রনেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির প্রাক্তন সহ-সম্পাদক টি এম আজিবর রহমান মোহন বলেন, বৈঠকে মূলত আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৮/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়