ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাকার বিনিময়ে জেলে প্রক্সি, মামলার নির্দেশ

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাকার বিনিময়ে জেলে প্রক্সি, মামলার নির্দেশ

রিপন আহমদ ভুট্টো

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে টাকার বিনিময়ে অন্যজনের হয়ে জেলখাটার অভিযোগে চারজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার বিকেলে সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী এই নির্দেশ দেন।

যে চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে তারা হচ্ছেন- রিপন আহমদ ভুট্টো, অ্যাডভোকেট শাহ আলম, মূল আসামি ইকবাল হোসেন বকুলের ভাই শামীম আহমদ ও বিআরটিএ অফিসের দালাল লিয়াকত হোসেন।

টাকার বিনিময়ে অন্যজনের হয়ে প্রক্সি দেওয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আবদুল হান্নানকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনে টাকার বিনিময়ে কারাবন্দি থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত মামলার নির্দেশ দিয়েছেন।

কাজী আবদুল হান্নান জানান, কারাগারে প্রক্সি দেওয়া রিপন আহমদ ভুট্টোসহ চারজনের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে হত্যা মামলা থেকে ভুট্টোকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চাঁনপুর গ্রামের আলী আকবর সুমন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হচ্ছেন ইকবাল হোসেন বকুল। ২০১৫ সালের ১১ অক্টোবর থেকে তার হয়ে কারাজীবন কাটাচ্ছিলেন রিপন আহমদ ভুট্টো। অন্যদিকে মূল আসামি ইকবাল হোসেন বকুল সৌদি আরবে রয়েছেন।




রাইজিংবিডি/সিলেট/২২ জানুয়ারি ২০১৭/কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ