ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, বিমানটি টেলকি ফায়ারিং রেঞ্জের প্রশিক্ষণ বিমান।

বাংলাদেশ নেভির ফেসবুক পেজে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী ও  আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীরের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তারা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বিমানটি বিমান বাহিনীর এফ৭ প্রশিক্ষণ বিমান। বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।



মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নের বিমান বাহিনীর মহড়া ছিল। শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মহড়া চলাকালে বাংলাদেশ বিমানের এফ-৭ পিজি প্রশিক্ষণ যুদ্ধবিমান মধুপুর বনে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে পাইলট আরিফের মৃত্যু হয়।

আইএসপিআর জানিয়েছে, ১৯৯৭ সালে আরিফ আহমেদ দীপু বিমান বাহিনীতে কমিশন পান। তার বাড়ি ঈশ্বরদীতে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

আইএসপিআর তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি। 

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/২৩ নভেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/বকুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়