ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে ২ সন্তানসহ এক নারী আটক

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে ২ সন্তানসহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সন্দেহে দুই ছেলে সন্তানসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- আয়েশা আক্তার (৪০), আরাফাত (৮) ও আকাশ (৪)।  তাদেরকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকার স্থানীয় লোকজন দুই সন্তানসহ এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক কথা বলছে। তাই তারা প্রকৃত রোহিঙ্গা কি না তা যাচাইয়ের জন্য আজ তাদেরকে গাড়ি ভাড়া করে কক্সবাজারের উখিয়া থানার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

 

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/২০ সেপ্টেম্বর ২০১৭/শাহরিয়ার সিফাত/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়