ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টাঙ্গাইলের ৪ আসনে নতুন মুখ

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২৫ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলের ৪ আসনে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করছে দলটি।

রোববার দুপুরে ঢাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হয়েছে। আটটি সংসদীয় আসনের চারটিতে এসেছে নতুন মুখ। মনোনয়ন বঞ্চিত হয়েছেন দলের বর্তমান চার সংসদ সদস্য। এতে করে নতুন মনোনয়ন পাওয়া প্রার্থীরা চলে এসেছে আলোচনায়।

আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে আজ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বর্তমান সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় জেল হাজতে থাকা বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বাবা আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

চারটি আসনে বর্তমানে সংসদ সদস্য হয়েও যারা মনোনয়ন পাননি তারা হলেন- টাঙ্গাইল-২ আসনে খন্দকার আসাদুজ্জামান, টাঙ্গাইল-৩ আসনে আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল-৬ আসনে খন্দকার আব্দুল বাতেন, টাঙ্গাইল-৮ আসনে অনুপম শাহজাহান জয়।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২৫ নভেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ