ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টি-টোয়েন্টিতে নিজস্ব ব্র্যান্ড দেখাতে চায় উইন্ডিজ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ১৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টিতে নিজস্ব ব্র্যান্ড দেখাতে চায় উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক: টানা দুই ম্যাচে পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজকে একাই টেনেছেন সাই হোপ। বাংলাদেশের বিপক্ষে পরপর দুই ম্যাচে তার অপরাজিত সেঞ্চুরির পরও ওয়ানডে সিরিজ বাঁচাতে পারেনি উইন্ডিজ। এবার শক্তির জায়গা টি-টোয়েন্টিতে নিজস্ব ব্র্যান্ডের খেলা দেখানোর প্রত্যাশা দলটির।

সিলেটে শেষ ওয়ানডেতে ৮ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে টেস্টের পর ওয়ানডে সিরিজ হারলেও উইকেট নিয়ে কোনো অভিযোগের কথা বলেননি উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। সিলেটে দল হারের পর সাংবাদিকদের পাওয়েল বলেন, ‘সত্যিকার অর্থে আমরা ভাবিনি উইকেট এতটা ভালো হবে। এটা বেশ ভালো উইকেট ছিল। ৫০ ওভার খেলার জন্য এটা দারুণ উইকেট।’

মিরপুরে গত ওয়ানডেতে জিতে সিরিজে সমতায় ফিরেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ সিরিজ নির্ধারণী ম্যাচেও বাংলাদেশের টপঅর্ডারে দ্রুত আঘাতের লক্ষ্য ছিল। নিজেদের পরিকল্পনা নিয়ে ক্যারিবীয় এ দলপতি জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইউনিট খুব ভালো। পুরো সিরিজে তারা দারুণ করেছে। সব দিক থেকেই আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের শুরু দিকে উইকেট ফেলা। তাহলে চাপ তৈরি হতো। এই সিরিজের দিকে তাকালে দেখবেন বাংলাদেশের লো অর্ডার ব্যাটসম্যানদের খুব একটা ব্যাট করতে হয়নি। আমরা টপঅর্ডারকে তাড়াতাড়ি সরিয়ে তাদের উইকেটে আনতে চেয়েছিলাম।’

শেষ দুই ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রেরণা যোগাচ্ছেন সাই হোপ। বাংলাদেশের উইকেটেও ভালো করা সম্ভব এটা তার কাছ থেকে শিক্ষা নিচ্ছে ক্যারিবীয়রা। এবার এই প্রেরণা টি-টোয়েন্টি সিরিজে কাজে লাগানো নিয়ে পাওয়েল বলেন, ‘সাই হোপের কাছ থেকে আমরা সাহস ও অনুপ্রেরণা নিতে পারি। উভয় ম্যাচেই সে পুরো ৫০ ওভার ব্যাট করেছে। সে প্রমাণ করেছে বাংলাদেশের উইকেটেও ভালো করা যায়। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন। টি-টোয়েন্টিতে আমাদের খুব ভালো দল রয়েছে। আমাদের কেবল কন্ডিশনের সঙ্গে পরিচিত হতে হবে। আমরা জানি এখানে বেশ শিশির পড়ে এবং এটা বেশ ভালো উইকেট। এখন খোলস থেকে বেরিয়ে ওয়েস্ট ইন্ডিজ যে ব্র্যান্ডে খেলতে চায় সেটা দেখানো দরকার।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়