ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টিফিনের সময় স্কুল ছুটি, ৩ শিক্ষককে শোকজ

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিফিনের সময় স্কুল ছুটি, ৩ শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জ সংবাদদাতা : টিফিনের সময় ছুটি দিয়ে স্কুল বন্ধ রাখার ঘটনায় স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সিরাজগঞ্জের সদর উপজেলার চরসাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে শোকজ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে তাদের শোকজ করা হয়। এতে তিন কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তদন্তপূর্বক ওই তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ।

চরসাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদিন টিফিনের সময় স্কুল ছুটি দিয়ে বিদ্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন রেখে সেখানে দপ্তরি কাম নৈশপ্রহরী বসে থাকেন বলে অভিযোগ রয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ওই বিদ্যালয়ে গিয়ে স্থানীয় সাংবাদিকরা স্কুল বন্ধ দেখতে পান।

তখন প্রধান শিক্ষক শেখর কুমারের সঙ্গে যোগাযোগ করলে জানান, তিনি হোম ভিজিটে রয়েছেন। তিন জন সহকারী শিক্ষকের একজন ডেপুটেশনে, একজন ছুটিতে। এস এম শাহীন আলম নামে এক শিক্ষকের বিদ্যালয়ে থাকার কথা।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ১২টার পর স্কুল ছুটি দিয়ে শিক্ষক এস এম শাহীন শহরের কোবদাসপাড়া মহল্লায় নিজ বাড়িতে চলে গেছেন।



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/৩ ফেব্রুয়ারি ২০১৯/অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়