ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা নিহত

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ২০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মাদক পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ইয়াবা ও অস্ত্র।

বুধবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ৫ নম্বর স্লুইচ গেট এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী।

নিহত জাফর আলম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লে. কর্নেল আছাদুদ-জামান বলেন, ‘সীমান্ত দিয়ে ইয়াবার চালান পাচারের সঙ্গে ক্যাম্পে আশ্রয় নেওয়া কিছু সংখ্যক রোহিঙ্গা জড়িত। ইয়াবা পাচারে জড়িত অভিযোগে মঙ্গলবার রাতে টেকনাফে নয়াপাড়া থেকে জাফর আলম নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করে বিজিবির সদস্যরা। জাফর জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারে জড়িত থাকার কথা বিজিবির কাছে স্বীকার করে এবং মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার তথ্য দেয়। পরে তার স্বীকারোক্তি মতে, বুধবার সকালে তাকে সঙ্গে নিয়ে টেকনাফের সাবরাং ৫ নম্বর স্লুইচ গেইট এলাকায় বিজিবির একটি দল অভিযানে যায়।’

বিজিবির এ অধিনায়ক বলেন, ‘নাফ নদী অতিক্রম করে মিয়ানমার দিক থেকে আসা কিছু সন্দেহজনক লোকজনকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেয়। এতে সন্দেহজনক লোকজন বিজিবির সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুঁড়তে শুরু করে। পরে বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ক্রসফায়ারে জাফর আলম গুলিবিদ্ধ এবং বিজিবির দুই সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থলে পাওয়া যায় দেশীয় তৈরি একটি বন্দুক, পাঁচটি গুলি ও ৫ হাজার ইয়াবা। পরে গুলিবিদ্ধ জাফরকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান লে. কর্নেল আছাদুদ-জামান।




রাইজিংবিডি/কক্সবাজার/২০ ফেব্রুয়ারি ২০১৯/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়