ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টেকনাফে মিনি ট্রাক খাদে পড়ে ৩ রোহিঙ্গা নিহত

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেকনাফে মিনি ট্রাক খাদে পড়ে ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার দুপুর দেড়টার দিকে বাঘগোনা এলাকায় মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস।

নিহত তিন যাত্রী হলেন- নুর মোহাম্মদ (৩৫), মোহাম্মদ জোবায়ের (৩৫) ও মোহাম্মদ ইদ্রিস (২৫)।

দুর্ঘটনায় আহত নুরুল ইসলাম নামের এক রোহিঙ্গা যাত্রী বলেন, ‘মিনি ট্রাকের হতাহত সব যাত্রী রোহিঙ্গা। তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। ঈদের ঘোরাঘুরির জন্য তারা মিনি ট্রাকটি ভাড়া করে টেকনাফে আসছিলেন। মিনি ট্রাকে ২০ জন যাত্রী ছিলেন। বাঘগোনা এলাকায় এসে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে মিনি ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্রশীল বলেন, ‘হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়। ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ’

ওসি প্রদীপ কুমার দাস জানান, নিহত তিনজনের লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




রাইজিংবিডি/কক্সবাজার/৭ জুন ২০১৯/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়