ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ৮ স্কুল শিক্ষার্থী নিহত

মুশফিকুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৮ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ৮ স্কুল শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাই স্কুলে এক কিশোর বন্দুকধারীর গুলিতে আট শিক্ষার্থী নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে হিউস্টনের ৬৫ কিলোমিটার দক্ষিণের সান্তা ফে হাই স্কুলে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে।

হামলাকারী ওই বন্দুকধারী গ্রেপ্তার হয়েছেন এবং তাকে নিরস্ত্র করা হয়েছে বলে ওই স্কুলের সহকারী অধ্যক্ষ ক্রিস রিচার্ডসনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম হিউস্টন ক্রনিকল জানিয়েছে। কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে হামলায় অন্তত আট শিক্ষার্থী নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

 

সান্তা ফে হাই স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছেন, কিশোর হামলাকারী তাদের আর্টের শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রথমে এক নারী শিক্ষার্থীকে গুলি করে। এ সময় অন্যরা পালাতে দৌড় দিলে তাদেরকেও লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

এতে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবরও জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক হামলার কারণ ও হামলাকারীর পরিচয় জানা যায়নি। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর বিষয়টি অবগত হয়ে ‘উদ্বিগ্ন’ রয়েছেন জানিয়ে এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার মঙ্গল কামনা করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৮/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়