ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ টেস্ট র‍্যাঙ্কিংয়ে আটে উঠবে যদি...

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ টেস্ট র‍্যাঙ্কিংয়ে আটে উঠবে যদি...

ম্যাচ না খেলেই র‍্যাঙ্কিংয়ে আটে উঠতে পারে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। সেটা হোক মাঠে কিংবা মাঠের বাইরে। চোটে পড়ে এরই মধ্যে সফর শেষ হয়ে গেছে বোলিংয়ের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমানের। দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালও সফরে আর খেলতে পারবেন না।

বাংলাদেশ টেস্ট সিরিজ হারের পর এক ম্যাচ বাকি থাকতে ওয়ানডে সিরিজও হেরেছে বাজেভাবে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অবনতি না হলেও প্রথম দুই ম্যাচ হেরে ২ পয়েন্ট হারিয়েছে। তবে টেস্ট র‍্যাঙ্কিংয়ে আটে উঠে যেতে পারে বাংলাদেশ।

আগামী জানুয়ারির আগে অবশ্য বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই। তবে এ বছরই বাংলাদেশ আটে উঠে যেতে পারে। যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করতে পারে জিম্বাবুয়ে।

বুলাওয়েতে আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বর্তমানে র‍্যাঙ্কিংয়ে আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করছে ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে। ৭২ পয়েন্ট নিয়ে নয়ে আছে বাংলাদেশ। দশে থাকা জিম্বাবুয়ের কোনো পয়েন্ট নেই।

ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও সর্বোচ্চ ১ পয়েন্ট পাবে, তখন তাদের পয়েন্ট হবে ৭৬। ১-০ ব্যবধানে সিরিজ জিতলে ক্যারিবীয়দের পয়েন্ট ৭৫-ই থাকবে।

তবে সিরিজ ড্র হলেই ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে দাঁড়াবে ৭২-এ। তখন ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে আটে উঠে যাবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ নেমে যাবে নয় নম্বরে।

জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতলে তাদের পয়েন্ট হবে ১৭, ওয়েস্ট ইন্ডিজের কমে হবে ৬৯। জিম্বাবুয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলে তাদের পয়েন্ট হবে ২১, ওয়েস্ট ইন্ডিজের ৬৭।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাট-অফ সময়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকতে না পারায় ওয়েস্ট ইন্ডিজ সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলতে পারছে না। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলবে হবে বাছাইপর্ব। ইংল্যান্ডে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে জিম্বাবুয়ে সফরে গেছে তারা।

অন্যদিকে জিম্বাবুয়ে তাদের সর্বশেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও দারুণ লড়াই করেছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আবার জিম্বাবুয়ে ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেলর ও কাইল জার্ভিস। হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, শেন উইলিয়ামস, সিকান্দারা রাজা সম্প্রতি টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। সব মিলিয়ে জিম্বাবুয়ে দারুণ কিছু করে দেখাতেও পারে!

জিম্বাবুয়ে-উইন্ডিজ সিরিজ
২১-২৫ অক্টোবর: প্রথম টেস্ট, বুলাওয়ে
২৯ অক্টোবর-২ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, বুলাওয়ে

এই সিরিজে সম্ভাব্য ফলের ওপর নির্ভর করে কয়েকটি পরিস্থিতি হতে পারে
উইন্ডিজ ২-০ ব্যবধানে জিতলে: উইন্ডিজ ৭৬ পয়েন্ট, জিম্বাবুয়ে ০ পয়েন্ট
উইন্ডিজ ১-০ ব্যবধানে জিতলে: উইন্ডিজ ৭৫ পয়েন্ট, জিম্বাবুয়ে ২ পয়েন্ট
সিরিজ ড্র হলে: উইন্ডিজ ৭২ পয়েন্ট, জিম্বাবুয়ে ৯ পয়েন্ট
জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে জিতলে: উইন্ডিজ ৬৯ পয়েন্ট, জিম্বাবুয়ে ১৭ পয়েন্ট
জিম্বাবুয়ে ২-০ ব্যবধানে জিতলে: উইন্ডিজ ৬৭ পয়েন্ট, জিম্বাবুয়ে ২১ পয়েন্ট

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং 

র‍্যাঙ্ক

দল

পয়েন্ট

ভারত

১২৫

দক্ষিণ আফ্রিকা

১১১

ইংল্যান্ড

১০৫

নিউজিল্যান্ড

৯৭

অস্ট্রেলিয়া

৯৭

শ্রীলঙ্কা

৯৪

পাকিস্তান

৮৮

ওয়েস্ট ইন্ডিজ

৭৫

বাংলাদেশ

৭২

১০

জিম্বাবুয়ে

০০

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়