ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ট্র্রাম্পের অভিশংসনের দাবিতে ১০ মিলিয়ন ডলারের প্রচার

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৪, ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্র্রাম্পের অভিশংসনের দাবিতে ১০ মিলিয়ন ডলারের প্রচার

টম স্টেয়ার ও ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবিতে দেশটির একজন ধনকুবের নিজ উদ্যোগে ১০ মিলিয়ন ডলার ব্যয়ে ব্যাপক প্রচার শুরু করেছেন।

প্রচারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার টম স্টেয়ার শুক্রবার অনলাইন ও টেলিভিশনে ট্রাম্পের অভিশংসনের পক্ষে বিজ্ঞাপন প্রকাশ করে ক্যাম্পেইন শুরু করেছেন। বিজ্ঞাপনে জনগণের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন, তারা যেন কংগ্রেসের কাছে চিঠি লিখে প্রেসিডেন্টের অভিশংসন দাবি করেন।

ক্যালিফোর্নিয়ার এই কোটিপতি ব্যবসায়ী টম স্টেয়ার ইউটিউবে পোস্ট করা তার এক মিনিটের ভিডিও বিজ্ঞাপনে ট্রাম্পের অভিশংসনের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। স্টেয়ারের মতে যেসব কারণে ট্রাম্পকে অভিশংসন করা উচিত, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘তিনি (ট্রাম্প) আমাদের পরমাণু যুদ্ধের কিনারে এনে দাঁড় করিয়েছেন, এফবিআইয়ের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছেন, বিদেশি বিনিয়োগের অর্থ গ্রহণ করেছেন এবং সত্য খবর প্রকাশ করায় সংবাদ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।’

টম স্টেয়ার তার বিজ্ঞাপনে ট্রাম্পকে বাধা না দেওয়ায় কংগ্রেস সদস্যদেরও অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেছেন, ‘কংগ্রেসের লোকজন ও তার নিজস্ব প্রশাসন জানে, এই প্রেসিডেন্ট নিঃসন্দেহে একজন ভয়ংকর মানুষ, যিনি মানসিকভাবে ভারসাম্যহীন এবং তার হাতে পরমাণু অস্ত্র রয়েছে কিন্তু তারা কিছুই করছে না।’ 

অনলাইনে যারা বিজ্ঞাপনটি দেখতে পারছেন, তাদের প্রতি টম স্টেয়ার অনুরোধ জানিয়েছেন, তারা যেন তাদের নিজ নিজ এলাকার কংগ্রেস সদস্যদের প্রতি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন করার দাবি রেখে চিঠি লেখেন। কংগ্রেসের সদস্যদের প্রতি জনগণকে তিনি বলতে অনুরোধ করেছেন, ‘রাজনীতি বন্ধ করে সঠিক কাজটি করার নৈতিক দায়িত্ব রয়েছে তাদের।’

ট্রাম্পের অভিশংসনের দাবিতে অনলাইন ক্যাম্পেইনের জন্য ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন ডেমোক্র্যাটিক সমর্থক ও তহবিলদাতা টম স্টেয়ার। অভিসংশনের পক্ষে স্বাক্ষর সংগ্রহের জন্য www.needtoimpeach.com  এই ওয়েবসাইট খুলেছেন তিনি।

ওয়েবসাইটে টম স্টেয়ার কংগ্রেসের নির্বাচিত সদস্যদের প্রতি একটি খোলা চিঠি লিখেছেন, যাতে তিনি বলেছেনম, ‘আজ আমি আপনাদের প্রতি ট্রাম্পকে অভিশংসনের জন্য অবস্থান গ্রহণের অনুরোধ জানাচ্ছি এবং তাকে অফিস থেকে বিতাড়িত করে আপনাদের দায়িত্ব পালনে আহ্বান জানাচ্ছি।’

৬০ বছর বয়সি টম স্টেয়ার ২০১২ সালে বারাক ওবামার নির্বাচনী প্রচারের জন্য মোটা অঙ্কের তহবিল গঠন করেছিলেন। ২০১৬ সালের নির্বাচনী মৌসুমে লিবারেল প্রার্থীদের জন্য তিনি প্রায় ৮০ মিলিয়ন ডলার তহবিল জোগাড় করেছিলেন।

তথ্যসূত্র : এনডিটিভি ও সিনহুয়া অনলাইন

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়