ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএনএ টেস্টে মিলবে জঙ্গিদের পরিচয়

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪২, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএনএ টেস্টে মিলবে জঙ্গিদের পরিচয়

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ আতিয়া মহলে নিহত জঙ্গিদের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা এ তথ্য জানিয়েছেন।

সোমবার রাত সোয়া ১১টার দিকে তিনি বলেন, সেনাবাহিনী পুলিশের কাছে দুই জঙ্গির লাশ হস্তান্তর করেছে। তারমধ্যে একজন পুরুষ, একজন নারী। আতিয়া মহলে মর্জিনা নামে এক নারী ছিলেন। আমরা ধারণা করছি, নিহত নারী মর্জিনা হতে পারে।

তিনি বলেন, জঙ্গিদের লাশ শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে। এ ছাড়া ময়নাতদন্তের রিপোর্টও কাজে লাগবে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক ও মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজলও এ বিষয়ে একই ধরনের বক্তব্য দেন।

প্রসঙ্গত, আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে বলে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান সেনা সদর দপ্তরের গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

তিনি জানান, অভিযানে তিন পুরুষ জঙ্গি ও এক নারী জঙ্গি নিহত হয়েছে। দুজনের লাশ ভেতর থেকে বের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই দুই জঙ্গির লাশ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।




রাইজিংবিডি/সিলেট/২৮ মার্চ ২০১৭/কামাল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়