ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএনসিসিতে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রার্থী : ওবায়দুল কাদের

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ১৮ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএনসিসিতে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রার্থী : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে সবচেয়ে বেশী গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রার্থী করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে রাস্তা পারাপারের জন্য নব নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে এই তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ডিএনসিসি উপ-নির্বাচনে দল এবং দলের বাইরে আওয়ামী লীগ সমর্থক একাধিক ভাল প্রার্থী রয়েছে। এদের মধ্য থেকে বিভিন্ন সংস্থার জরিপ এবং দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যে ব্যক্তি জনগণের কাছে সবচেয়ে বেশী গ্রহণযোগ্য তাকে প্রার্থী করা হবে।

ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ সাভার/ ১৮ ডিসেম্বর ২০১৭/ সাফিউল ইসলাম সাকিব/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়