ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শুরু শনিবার

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামীকাল শনিবার শুরু হবে।

আগামীকাল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টায় প্রকাশিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের মোট ৬৯৪ টি কেন্দ্রে ১৬৭২ টি ডিগ্রি কলেজের সর্বমোট দুই লাখ ১০ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোলরুমের ফোন নম্বর- ৯২৯১০১৭, ৯২৯১০৩৮ ও ফ্যাক্স নম্বর-৯২৯১০৪৪।

সংশ্লিষ্ট সকলকে যেকোনো জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

এ ছাড়া আগামী ১৬ জুলাই তারিখ ২০১৫ সালের মাস্টার্স প্রথম পর্ব এবং ২০১৪ সালের মাস্টার্স শেষ পর্ব (বিশেষ) পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপর ১:৩০ মিনিটে শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

সকল পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd  এ পাওয়া যাবে।



রাইজিংবিডি/ গাজীপুর / ১৪ জুলাই ২০১৭/ হাসমত আলী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়