ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ডিজিটাল প্রক্রিয়ায় জবির ১ম বর্ষে ভর্তি কার্যক্রম

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৪, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ডিজিটাল প্রক্রিয়ায় জবির ১ম বর্ষে ভর্তি কার্যক্রম

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ডিজিটাল প্রক্রিয়ায় অনলাইনে ঘরে বসেই সম্পন্ন করা যাচ্ছে।

দেশে-বিদেশের যেকোনো জায়গা থেকে শিওরক্যাশের মাধ্যমে ভর্তির টাকা পেমেন্ট করলেই ভর্তির প্রাথমিক কাজ শুরু হবে। এরপর অনলাইনে তাকে একটা ফরম দেওয়া হবে। সেখানে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার রোল নম্বর ইনপুট করলেই তার আগে দেওয়া সব তথ্য দেখা যাবে। শুধু স্থায়ী ও অস্থায়ী ঠিকানা যুক্ত করলে ভর্তি সম্পন্ন হবে।

বুধবার বিকেলে  বিশ্ববিদ্যালয় কোষাধক্ষ্য অধ্যাপক সেলিম ভূইয়ার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। গত মঙ্গলবার এ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘প্রথম বর্ষে ভর্তির জন্য কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে এসে ভর্তি হতে হবে না। দেশের যেকোনো প্রান্ত এমনকি বিদেশেও যেখানে শিওরক্যাশের সেবা রয়েছে সেখান থেকে টাকা জমা দিলে প্রাথমিকভাবে ভর্তি সম্পন্ন হবে। পরবর্তীকালে নির্ধারিত সময়ে শিক্ষার্থী প্রয়োজনীয় সকল মূল সনদপত্র বিভাগে জমা দিলেই ভর্তি সম্পন্ন হয়ে যাবে।’

তিনি বলেন, ‘ভর্তি প্রক্রিয়ায় কোনোভাবে নির্ধারিত সময় পার হয়ে গেলে ভর্তি টাকা জমা দেওয়ার সুযোগ নেই। এ ক্ষেত্রে সিস্টেম নিজে থেকেই আর কাজ করবে না। আবার কোনো শিক্ষার্থী টাকা জমা দিয়ে যদি মূল সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয় তাহলে তার ভর্তি    স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ভর্তি সম্পন্ন হবার পর প্রতি সেমিস্টার, ক্লাস অ্যাটেন্ডেন্স, আইডি কার্ডসহ সব ধরনের কার্যক্রম এই অনলাইন পদ্ধতিতে করা হবে। এভাবে প্রত্যেক মেরিট লিস্ট শেষ হবার পর পরই আবার পরের মেরিট লিস্টেও একইভাবে ভর্তি হতে হবে।’

জবি ট্রেজারার অধ্যাপক সেলিম ভূইয়া বলেন, ‘এবারের ভর্তি প্রক্রিয়ায় ওয়েবসাইট থেকে সবাই দেখতে পারবেন যে, কতজন ভর্তি হচ্ছে, তার মেরিট পজিশন কত ছিল। ছবিসহ সব তথ্য থাকবে। এতে কোনো ধরনের ভুল হওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীকে আর কাগজ হাতে নিয়ে ভর্তির জন্য ব্যাংক কিংবা বিভাগে ঘুরতে হবে না। অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিষয়টা অতি সহজেই ভর্তি সম্পন্ন করা সম্ভব হচ্ছে।’

জবি রেজিস্টার প্রকৌশলী ওহিদুজ্জামান, প্রক্টর ড. নূর মোহাম্মাদ, সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল, জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রাসেল এ সময় উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/আশরাফুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়