ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিবি কার্যালয় থেকে পালালো আসামি, ৩ পুলিশ বরখাস্ত

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৪, ৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিবি কার্যালয় থেকে পালালো আসামি, ৩ পুলিশ বরখাস্ত

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা জেলা ডিবি কার্যালয় থেকে অস্ত্র ও ডাকাতি মামলার আসামি পালিয়ে গেছে।

এ ঘটনায় তিন পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। আসামি ধরতে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে।

জানা গেছে, জেলার জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে জাহিদ হোসেনকে (৩০) শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম জীবননগর আন্দুলবাড়িয়া এলাকা থেকে অস্ত্রসহ আটক করে। রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় রাখা হয়। রোববার আসামি জাহিদ ডিবি কার্যালয় থেকে কৌশলে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, দায়িত্ব অবহেলার কারণে তিন পুলিশ কনস্টেবল মাসুদ, মহিদুল ও মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবারের মধ্যে কমিটিকে তাদের প্রতিবেদন পেশ করার জন্য বলা হয়েছে। আসামি ধরতে পুলিশ চিরুণি অভিযান শুরু করেছে।




রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/৩ সেপ্টেম্বর ২০১৮/এম এ মামুন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়