ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিবি হেফাজতে মৃত্যুর তদন্ত চলছে

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৯ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিবি হেফাজতে মৃত্যুর তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক : ডিবি হেফাজতে নিহতের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, যদি কেউ জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মে দিবসের  এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। আলোচনা সভার আয়োজন করে জাতীয় রিক্সা শ্রমিক লীগ।

গত রোববার বিকেল পৌনে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আসলাম নামে এক ব্যক্তি মারা যান। পরে অভিযোগ ওঠে ডিবি হেফাজতে তার মৃত্যু হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঢালাও গ্রেপ্তার করা হচ্ছে, বিএনপির এমন অভিযোগ সত্য নয়, উল্লখ করে আছাদুজ্জামান খান বলেন, সরকার কখনো গণগ্রেপ্তার করে না। যাদের বিরুদ্ধে সুর্নিদিষ্ট অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা আছে তাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৮/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়