ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই

কুমিল্লা প্রতিনিধি : যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। বিশেষ করে, মহাসড়কের কুমিল্লা অংশের যানজটপ্রবণ এলাকাগুলোতেও যানবাহনের চাপ পরিলক্ষিত হয়নি।

শনিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

মহাসড়কের তিনটি সেতু এলাকাতেও যানজটের খবর পাওয়া যায়নি। ২৫ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত দ্বিতীয় মেঘনা ও মেঘনা-গোমতী সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে সেতু তিনটিতে কোনো যানজট দেখা যায়নি।

গত ২৫ মে প্রধানমন্ত্রী কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী নদীর ওপর নির্মিত চার লেনের দ্বিতীয় মেঘনা-গোমতী এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর ওপর নির্মিত দ্বিতীয় মেঘনা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্য দিয়ে ঈদুল ফিতরের আগে সেতু দুটির ওপর দিয়ে যানবাহন চলাচল উন্মুক্ত হওয়ার ফলে এখনো যানজট মুক্ত রয়েছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (চলতি দায়িত্ব) মো. রহমত উল্লাহ বলেন, মহাসড়কে যানজট, দুর্ঘটনা নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে।



রাইজিংবিডি/কুমিল্লা/১ জুন ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ