ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকায় ৩৫ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় ৩৫ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকা থেকে প্রায় ৩৫ কোটি ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ঢাকা জেলা প্রশাসন। তবে রোববার ভোরের অভিযানে কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

রোববার বিকেলে ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ছোট কাটরা খাজা সুপার মার্কেটের সিজান ভবন এবং আল সাহানী মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন গুদাম থেকে এ সময় এক কোটি ৭৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পঁয়ত্রিশ কোটি চল্লিশ লাখ টাকা। যা পরে ধ্বংস করা হয়। এই জাল দিয়ে জেলেরা নদীতে অবৈধভাবে মাছ শিকার করতো।’

অভিযানে মৎস্য অধিদফতর ছাড়াও কোস্টগার্ড অংশ গ্রহণ করে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়